দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বর্তমান যুগে ইউরিক অ্যাসিড
একটা বড়ো সমস্যা। সেই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই, সাময়িক রিলিফ পাওয়া যায় এমন
কিছু ওষুধ হয়তো আছে। কিন্তু আমদের যদি ইউরিক অ্যাসিডকে দূর করতে হয় তাহলে আসুন আমাদের
ভেষজ জগতে।
বিশেষজ্ঞারা বলেন, হাই ইউরিক অ্যাসিডের সমস্যা ঠিক তখনই হয়ে
থাকে যখন শরীরে বেশি মাত্রায় ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে ৷ হাই ইউরিক অ্যাসিড বা
হাইপার ইউরেসিমিয়া ৷ ক্রিস্ট্যাল রূপে শরীরে জমা হয়ে থাকে ৷ প্রতিটি জয়েন্টে জমা
হয়ে থাকে ইউরিক অ্যাসিড। গাঁটে গাঁটে যখন বিষাক্ত ব্যথা জমতে থাকে ঠিক তখনই নানান
রকমের সমস্যায় জর্জরিত হয় শরীর ৷ কিডনিতে পাথর হলেই তখন কিডনি আর ফিল্টার করতে পারেনা
৷ এবার আসতে হবে এর সমাধানের দিকে।
ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র বলছে, এই সমস্যার সমাধানে পান পাতার
রস দারুন কাজ করে। পানের রসেই কাটবে ইউরিক অ্যাসিড। হাই ইউরিক অ্যাসিডের স্তর নিয়ন্ত্রিত
করতে অত্যন্ত পরিমাণে প্রয়োজন ইউরিক অ্যাসিড ৷ এই পাতায় বিশেষ করে এমন কয়েকটি গুণ
আছে যা মুক্তি দেয় তীব্র যন্ত্রণা থেকেই ৷ ইউরিক অ্যাসিডের স্তর নিয়ন্ত্রিত করতে
পানের জল পান করতে হবে ৷ একগ্লাস জলে মিশিয়ে পান করতে হবে ৷ সারা শরীরে অত্যন্ত পরিমাণে
ইউরিক অ্যাসিডের স্তর কম করতে সাহায্য করে ৷ দিনে দুবার দুটো পানের পাতা চিবিয়ে খেয়ে
নিন। পরে অল্প জল খাবেন। অন্তত একমাস ব্যবহার করলে নিজেই সুফল উপলব্ধি করতে পারবেন।