Breaking News
 
Nitish Kumar: ‘ডুবতা সিতারা’ থেকে শক্তিশালী নেতা! নীতীশের ‘M’ ফ্যাক্টরে বিপর্যস্ত মহাগটবন্ধন Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে

 

Health

2 years ago

Skin Care Tips : শীতের শেষে রুক্ষ-শুষ্ক ত্বক! যত্ন নিন এভাবে

skin care
skin care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ফাল্গুনের শুরুতে শীত প্রায় নেই বললেই চলে! শুষ্ক হাওয়া বইতে শুরু করেছে। এই সময় ত্বক রুক্ষ হয়ে যায় অনেকটাই। এছাড়াও শুস্ক আবহাওয়ার কারণে অনেকের ত্বক ফাটার সমস্যাও দেখা দেয়। যা বেশি দেখা যায় পা ও ঠোঁটে। তাই বিশেষভাবে যত্ন নিন নিজের ত্বকের।


•  আপনার ত্বককে সুন্দর, উজ্জ্বল এবং ঝকঝকে রাখতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস অয়েল। অ্যাভোক্যাডো, গোলাপ ফুল এবং ল্যাভেন্ডারের তেল মিশিয়ে বানিয়ে নিন ফেস অয়েল। মেকআপের সময়ে এই তেল ব্যবহার করতে পারেন । এতে শুষ্ক ত্বকের সমস্যাও দূর হবে। 


• মুখের ত্বকের যত্ন করলেও অনেক সময় হাত ও পায়ের যত্ন করা হয়ে ওঠে না । এই সময় হাত ও পায়ের ত্বক বেশি রুক্ষ হয়ে পড়ে। তাই রাতে শোয়ার আগে  হাতে ও পায়ে  ভালো করে ময়েশ্চারাইজার ব্যবহার করলে উপকার পাবেন।


• শীতের বিদায় লগ্নে ত্বকে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে তেলের পরিমাণ অনেক বেশি থাকে। পাশাপাশি রাতে নাইট ক্রিম ব্যবহার করলেও উপকার পাবেন, এসব ক্রিম ত্বক আর্দ্র রাখতে সাহায্য করবে।


• অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। সব সময় ত্বকের জন্য ক্ষতিকর রৌদ্রের তাপ। তাই বাইরে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে মুখে, হাত ও পায়ে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিতে ভুলবেন না!


• পায়ে সবসময় মোজা পরে থাকতে একটু অসুবিধা হলেও মোজা পরে থাকার কোন বিকল্প নেই। এই সময় পেট্রোলিয়াম জেলি কিংবা গ্লিসারিন দিয়ে পায়ের ত্বকে ম্যাসাজ করলে পায়ের ত্বক ঝকঝকে, মসৃণ ও সুন্দর থাকে।

You might also like!