Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Tips to Care for Liver:লিভার ভালো রাখতে খান আখের রস

liver
liver

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগরমের এই চড়া রোদের দুপুরে আখের রসে চুমুক দিলেই যেন প্রাণ ঠাণ্ডা হয়ে যায়। আখের রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে দূষিত পদার্থ নির্মূল করে শরীরকে ভিতর থেকে তাজা করে তোলে। শুধু স্বাদেই নয়,পুষ্টিগুণেও ভরপুর আখের রস। জেনে নিন আখের রসের কিছু উপকারিতা।


লিভার ভালো রাখে

লিভার ভালো রাখতে ও কার্যক্ষমতা বৃদ্ধি করতে আখের রস খুবই কার্যকরী। জন্ডিসের রোগীদেরও আখের রস খাওয়া খুব ভাল।প্রস্রাবের সংক্রমণ জনিত সমস্যায় ভুগলেও আখের রস খেলে উপকার পাবেন।


ডায়াবেটিস নিয়ন্ত্রন করে

আখের রসের মধ্যে থাকা আইসোম্যাল্টোজ নামক একটি উপাদানৎরক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত রোগীদের এই রস খাওয়া ভীষণ উপকারি। তবে কতটা পরিমাণে খাবেন তা অবশ্যই চিকিৎসকের থেকে জেনে নেবেন।


কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় 

আখের রসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারে। এছাড়াও ফাইবার কোলেস্টেরলের সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখে।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আখের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।গরমকালে আখের রস পান করলে শরীর ঠাণ্ডা থাকে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অনেক কম থাকে।


You might also like!