Health

1 year ago

Covid Update in India : কোভিড-সংক্ৰমণ বাড়ল , অপরিবর্তিত রইল আরোগ্যের হার

india adda 16561 new covid case
india adda 16561 new covid case

 

নয়াদিল্লি, ১২ আগস্ট: ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০-এর গন্ডির মধ্যেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৯২৮-তে পৌঁছেছে, বৃহস্পতিবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪৯ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৩ হাজার ৫৩৫-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৩ হাজার ৫৩৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৮ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৭ লক্ষ ৭২ হাজার ৪৪১ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২,০৭,৪৭,১৯,০৩৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৯২৮ জন (১.১৯ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৭৩,০৯৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৩ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৫.৪৪ শতাংশে পৌঁছেছে।


You might also like!