Health

1 year ago

High blood pressure : হাই ব্লাড প্রেশার! শীতের এই পাঁচ সবজিতেই হবে বাজিমাত

High blood pressure!can be Controled by  these five winter vegetables
High blood pressure!can be Controled by these five winter vegetables

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্লাড প্রেসারের সমস্যা এখন প্রতি তৃতীয় ব্যক্তির হয়ে থাকে , তবে এ সমস্যা কিন্তু প্রানঘাতী তা জানা আছে কী? তাই সমস্যার সঠিক চিকিৎসার পাশাপাশি সঠিক ও পর্যাপ্ত ডায়েট মেনে চলা উচিৎ বলে মনে করেন চিকিৎসকরা। আপনি ও যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন সে ক্ষেত্রে শীতের এই সবজি গিলিকে নিজের খাদ্য তালকায় রাখতে পারেন সুফল পেতে পারেন। 

বাঁধাকপি

বাঁধাকপি ব্লাড প্রেসার কমাতে সাহা্য্য করে, এই সবজিতে অনেকটা পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে।   তাই বাঁধাকপি অনায়াসে কমিয়ে দিতে পারে প্রেশার। বলা হয়, দিনে দুই বাটি পটাশিয়াম খেয়ে নিতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়। এমনকী হু হু করে কমে প্রেশার।  

গাজর 

আপনার হাতের কাছে থাকা অন্যতম শ্রেষ্ঠ খাবার হল গাজর ,এর মধ্যে পটাশিয়াম থাকে অনেকটা পরিমাণে। সেই পটাশিয়াম শরীর সুস্থ রাখতে পারে। তাই বলা হয় গাজর খাওয়ার কথা। এই সবজিতে থাকা পটাশিয়াম স্ট্রোক থেকে বাঁচায়। এমনকী অ্যাথেরোস্কেলেরোসিস হতে দেয় না। তাই হার্টের রোগ থেকে সুরক্ষিত থাকেন মানুষ। এই কারণে গাজর খেতে বলা হয় রক্তচাপ থাকলে। 

সিলারি 

সিলারি সাধারণত শীতেই পাওয়া যায়। এবার মাথায় রাখতে হবে যে এই পাতা খেলে স্ট্রেস হরমোন মস্তিষ্কে কম বের হয়। তাই শরীর সুস্থ থাকে। 

পালং শাক 

পালং শাকে থাকে লিউটিন, এই উপাদান রক্তনালীর দেওয়ালে ফ্যাট জমতে দেয় না। ফলে রক্তচাপ বাড়ার আশঙ্কা কমে। এছাড়া এই শাকে থাকে অনেকটা পরিমাণে পটাশিয়াম, ফোলেট, ম্যাগনেশিয়াম। তাই সুস্থ থাকতে এই খাবার আপনি নিয়মিত খান। 

রাঙা আলু

এই খাবারে রয়েছে অনেকটা পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম। এই খনিজগুলি আপনার রক্তপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করে। তাই এই খনিজ যুক্ত খাবার সবসময়ই খাওয়া ভালো। এই সবজি শরীরে সোডিয়ামের মাত্রাকে ও নিয়ন্ত্রনে রাখে। 

You might also like!