Health

1 year ago

Health Tips:আপেল সিডার ভিনিগার খান? এগুলি না জানলে হতে পারে মারাত্মক বিপদ

h
h

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআপেল সিডার ভিনিগার খুবই উপকারী একটি পানীয়।রক্তে কোলেস্টেরল ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও আপেল সিডার ভিনিগার খুব কার্যকরী। বদহজমের সমস্যা থাকলে এই আপেল সিডার ভিনিগার সকালেই খাওয়া যেতে পারে। সকালে এই পানীয় খেলে গ্যাস-অম্বলের সমস্যাও দূর হয়। সকালে খালি পেটে এই অম্ল পানীয় খেতে অসুবিধা হলে জলখাবারেরে পরেও খেতে পারেন। যেহেতু এই ভিনিগার অম্ল, সেই কারণে তা খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম জেনে রাখুন 

• দিনে ১৫ মিলি বা একটি বড় চামচের এক চামচের বেশি আপেল সিডার ভিনিগার খাওয়া উচিত নয়।

• অতিরিক্ত মাত্রায় আপেল সিডার ভিনিগার খেলে এর অম্ল গুণ শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে।

• এই ভিনিগার অবশ্যই উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে খাবেন। তবে এই পানীয়তে অন্য কিছু মিশিয়ে খাবেন না।

• ডায়াবেটিসের সমস্যায় এই ভিনিগার খুবই উপকারী।খাওয়াদাওয়ার আধ ঘণ্টা আগে এক গ্লাস জলে এক চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

• অনিদ্রার সমস্যায় ভুগলে রাতের বেলা এটি খাবেন না।ওজন ঝরার ক্ষেত্রে খাওয়াদাওয়ার আধ ঘণ্টা পরে এই ভিনিগার খেলে বেশি উপকার পাওয়া যায়।দ্রুত শরীরের মেদ ঝরাতে এই ভিনিগার খুবই উপকারী।

You might also like!