Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Health

4 months ago

Fig Health Benefits: শরীরের সুস্থতা বজায় রাখতে ডুমুরের জুড়ি মেলা ভার! বহুগুণ সম্পন্ন এই ফলের জেনে নিন গুণাবলি

Fig
Fig

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডুমুর খাওয়ার উপকারিতা অনেক। ফল হিসেবে ডুমুরের গুরুত্ব বেশ প্রাসঙ্গিক। এই ডুমুর ফল জলে ভিজিয়ে রেখে সেই ডুমুরের জল প্রত্যহ খেলে তা শরীরের জন্য বেশ উপকারী। এমনকি অনেক বাড়িতে ডুমুর ভাজা, ডুমুরের তরকারি খাওয়ার বেশ প্রচলন রয়েছে। তবে ডুমুর ভিজিয়ে রাখা জল এবং জলে ভিজিয়ে রাখা ডুমুর দুটোই মানব স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকরী। এই ডুমুর জলে ভিজিয়ে রেখে খেলে কী কী উপকার পাবেন? জেনে নিই,

১। ডুমুর জলে ভিজিয়ে খেতে পারলে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগারের মাত্রা। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে ডুমুর খেতে পারেন জলে ভিজিয়ে রেখে। তবে ডায়াবেটিসের পরিমাণ অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা খুব বেশি হলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে দরকারে। আর ব্লাড সুগারের মাত্রা খুব বেশি হলে ডুমুর জলে ভিজিয়ে রেখে খাবেন কিনা, তাও চিকিৎসকের থেকে জেনে নেওয়া প্রয়োজন। 

২। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। জলে ভিজিয়ে ডুমুর রোজই খেতে পারেন আপনি। তবে অল্প পরিমাণে খেতে হবে। বদহজমের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা নিয়মিত ডুমুর জলে ভিজিয়ে খেতে পারেন। রোজ জলে ভিজিয়ে ডুমুর খেলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যা এড়ানো সম্ভব। আর ফাইবার থাকায় ডুমুর জলে ভিজিয়ে রেখে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে। পেটও ভরে থাকবে জলে ভেজানো ডুমুর খেলে। 

৩। ফাইবার সমৃদ্ধ হওয়ায় ডুমুর জলে ভিজিয়ে খেলে ওজন কমবে দ্রুত হারে। মেদ ঝরাতে অনেকেই অনেক ধরনের জিনিস খেয়ে থাকেন আজকাল। সেই তালিকায় জলে ভেজানো ডুমুর রাখতে পারেন। শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করবে জলে ভেজানো ডুমুর।

৪। ডুমুর ভেজানো জল খাওয়া ত্বকের স্বাস্থ্যের জন্যেও ভাল। ত্বককে নানা ভাবে রক্ষা করে এই পানীয়। প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে ডুমুরের মধ্যে। তাই এই ফল জলে ভিজিয়ে রেখে খেলে ত্বকের যাবতীয় কালচে ছোপ দূর হয়। ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনে। 

৫। ডুমুর নিয়মিত খেতে পারলে বাড়বে শরীরের ইমিউনিটি। সহজে অসুস্থ হবেন না। সংক্রমণ হবে না চট করে। অতএব জলে ভিজিয়ে ডুমুর নিয়মিত খেলে সুস্থ থাকবেন আপনি। 

You might also like!