Health

1 year ago

Corbivax has been approved as a booster dose : বুস্টার ডোজ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ছাড়পত্র দিল কোরবিভ্যাক্সকে

Corbivax has been approved as a booster dose
Corbivax has been approved as a booster dose

 

নয়াদিল্লি, ১০ আগস্ট  :‍ করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোরবিভ্যাক্সকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের করার ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ১৮ বা ১৮-য়ের উর্ধ্বে যারা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে কোরবিভ্যাক্সকে ছাড়পত্র দিল ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘যাদের বয়স ১৮ বা ১৮-য়ের উর্ধ্বে, তাদের মধ্যে যারা কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তাদের এই টিকা নেওয়ার ২৬দিনের মাথায় কোরবিভ্যাক্স বুস্টার ডোজ হিসেবে প্রয়োগ করা যাবে।’

জানা গিয়েছে, কোরবিভ্যাক্সকে বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র দেওয়া যায় কি না, সে ব্যাপারে আলোচনা করতে কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপ গত ২০ জুলাই বৈঠকে বসে। বৈঠকে এই বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়ালের পরীক্ষা রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুরুত্ব আরোপ করা হয় টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার ওপর। যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখে কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপ কোরবিভ্যাক্সকে বুস্টার ডোজ হিসেবে প্রয়োগ করার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রথম কোরবিভ্যাক্সকে বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র দেওয়া হল।


You might also like!