Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

New symptoms of corona :কনজাংটিভাইটিস - করোনার নতুন উপসর্গ

Conjunctivitis - new symptoms of corona
Conjunctivitis - new symptoms of corona

 


  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোভিদ আবার বাড়ছে। এবার আক্রমণের প্রধান লক্ষ শিশুরা। কোভিদের অভিজ্ঞতা আমরা কমবেশি সকলেই কাটিয়ে এসেছি। কিন্তু এবার কোভিদ আক্রান্তদের নতুন উপসর্গ চোখের প্রদাহ,চোখ লাল হওয়া অর্থাৎ কনজাংটিভাইটিস। এবার কোভিডের লক্ষণেও বেশ কিছু পরিবর্তন এসেছে। যদিও কোনও লক্ষণই গুরুতর নয় কিন্তু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে কোভিড পজিটিভিটির হার ৩ শতাংশের উপর রয়েছে। দেশে কোভিড যেভাবে বাড়ছে তাতে নতুন ভ্যারিয়েন্ট XXB.1.16-এই নতুন রূপটিকেই দায়ী করা হয়েছে। এবার শুধু বড়দের নয়, ছোটদের মধ্যেও দেখা দিচ্ছে কোভিডের উপসর্গ। 

 মাত্রাতিরিক্ত জ্বর ঠান্ডা লাগা কাশি ত্বকের কিছু সংক্রমণ এছাড়াও এবারের কোভিডে চোখের উপরও চাপ পড়ছে। মূলত কনজাংটিভাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে। চোখে ব্যথা হচ্ছে, চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা, জল পড়া এইসব লক্ষণও থাকে। ওমিক্রনের আগের ভ্যারিয়েন্টের থেকে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি ছোঁয়াচে। যে কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়াও এবারের কোভিডে গুরুতর অসুস্থতার কোনও লক্ষণ নেই। যা একদিক থেকে স্বস্তিদায়ক। চিকিৎসকেরা বলছেন, কোভিদের সমস্ত বিধি মেনে চলতে হবে। আর অতিরিক্ত যা করতে হবে, তাহলো বার বার করে চোখ জল দিয়ে ধোয়া ও এন্টি ব্যাকটেরিয়াল ড্রপ দেওয়া। বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।

You might also like!