Health

10 months ago

Black Salt: গ্যাস অম্বল থেকে কোলেস্টেরল সবটাই উধাও হবে এক নিমেষে! পাতে রাখুন এই উপাদান

Black Salt (File Picture)
Black Salt (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্ল্যাক সল্ট যা প্রতিটি ভারতীয় রান্নাঘরে সহজেই পাওয়া যায়,এই উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই লবণ শুধু স্বাদই বাড়ায় না,পরিপাকতন্ত্রের উন্নতিতেও কাজ করে। এটি অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টির ভাণ্ডার। গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থাকে,তাতে কালো লবণ খুবই উপকারী। কিছু গবেষণায় আরও দেখা গিয়েছে যে এটি লিভারের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ভাল বলে প্রমাণিত। 

You might also like!