Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Benefits of Moong Dal: মুগ ডাল খেতে ভালোবাসেন? কী হতে পারে এর ফলে

Moong Da
Moong Da

 


   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ধনী-দরিদ্র নির্বিশেষে খাদ্য তলিকায় 'ডাল' থাকে। নানা রকম ডাল থাকলেও বঙ্গ বাসীর ঘরে মসুন ডালের ব্যবহার বেশি। মসুর ডালের মতো মুগডালেও কিন্তু আছে প্রচুর পুষ্টিগুন। গবেষণায় দেখা গেছে  মুগডালে প্রচুর প্রোটিন তো আছেই, আর আছে ভিটামিন, ফেনিল এসিড, ক্যাফিক এসিড, আয়রন, প্যাসিয়াম, ম্যাগনেসিয়াম,ফাইবার,জিঙ্ক।তাই এক কথায় এই ডালশস্য গুনের আধার। নিয়মিত ডাল খেলে প্রচুর উপকার পাওয়া যায়। যেমন -

 ১) এর এন্টিঅক্সিডেন্ট দেহকে রোগমুক্ত করে,হার্ট ভালো রাখে,ক্যান্সার প্রতিরোধ করে।

 ২) কোষ্ঠিকাঠিন্য দূর করে ও হজমশক্তি বাড়ায়।

 ৩) হৃদরোগের ঝুঁকি কমায়।

 ৪) এখানে থাকা প্রচুর আয়রন রক্তাল্পতা কমায়।

 ৫) অন্ত্রের পাঁচন ক্ষমতা বাড়ায়।

 ৬) মুগডালে উপস্থিত ফলেট গর্ভবতী মহিলা ও পেটের সন্তানের জন্য খুবই উপকারী।

 ৭) ক্ষুধা কমায় ও ওজন বৃদ্ধি হ্রাস করে।

 ৮) রক্তে শর্করা কমিয়ে ডায়াবিটিস হ্রাস করে।


  তাই ডালশস্য  প্রতিদিন খাবারে রাখুন।


You might also like!