Health

2 weeks ago

Bandage-Cancer: ব্যান্ড-এইড ব্যবহারে বাড়ে ক্যানসারের ঝুঁকি! গবেষণায় উঠে এল ভয়ংকর তথ্য

Bandage-Cancer
Bandage-Cancer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাটাছেঁড়ায় ব্যান্ড-এড ব্যবহার করেন তো? অজান্তেই হয়তো বড়সড় ক্ষতি করছেন নিজের। নতুন গবেষণা বলছে, ব্যান্ড-এইড-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ব্যান্ডেজের ব্যবহারে বাড়ে ক্যানসারের ঝুঁকি। কারণ, এতে রয়েছে 'অরগ্যানিক ফ্লুওরিন' নামের রাসায়নিক, যাতে রয়েছে পার অ্যান্ড Polyfluorinated Substances বা PFAS, যা শরীরের জন্য রীতিমতো ক্ষতিকারক।

রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেওয়া ছাড়াও বন্ধ্যাত্ব, বিভিন্ন ধরনের ক্যানসারের সম্ভাবনা বাড়ায়। শিশুদের জন্য একেবারেই ভালো নয়।

ন্যাশনাল ইন্সটিটিউট অফ এনভিরনমেন্টাল হেলথ সায়েন্সেসের প্রাক্তন ডুরেক্টর লিন্ডা এস ব্রিনবাউম জানিয়েছেন, PFAS ক্ষত নিরাময়ের জন্য জরুরি কিছু নয়। নির্মাতাদের উচিত PFAS মুক্ত উপাদান দিয়ে ব্যান্ডেজ তৈরি করা।

You might also like!