Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Health : আপনি কী সিঙ্গেল? রাত জেগে থাকেন? নিজের অজান্তে ডেকে আনছেন না তো কোনো বিপদ

Stay awake at night
Stay awake at night

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বন্ধ্যাত্ব হল পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। এই একটি সমস্যা যা বহু বিবাহিত দম্পতির মন এবং জীবনকে জর্জরিত করে। বিশেষজ্ঞদের দাবি, স্ত্রী বা পুরুষ, উভয়ের সন্তানহীনতার নেপথ্যেই রয়েছে বর্তমান জীবনযাত্রা। এক্ষেত্রে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চললে পুরুষ এবং নারী উভয়েরই সুস্থ সবল প্রজনন ক্ষমতা বজায় থাকে। 

শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান বাড়াতে সঠিক সময়ে খাওয়া ও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আমন্ড, কলা, রসুন, মরসুমি ফল শাক-সব্জি, প্রচুর ভিটামিন- ই সমৃদ্ধ খাবার। মরসুমি ফলের অ্যান্টি-অক্সিড্যান্ট এই প্রতিবন্ধকতা কমায়। আবার দই, দুধ জাতীয় খাবারের ভিটামিন- ই- এই সমস্যা দূরীকরণে সাহায্য করে থাকে।

বিশেষজ্ঞদের মতে, শরীরের ওজন সবসময় গুরুত্বপূর্ণ। খুব কম বা খুব বেশি ওজন, দু’টিই প্রজনন ক্ষমতার পক্ষে ক্ষতিকর। তাই উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে করা উচিত। এছাড়াও রাত জাগার অভ্যাসও থাকলে তা অবশ্যই বন্ধ করা উচি। পর্যাপ্ত ঘুম যৌন চাহিদা বাড়াতে সাহায্য করে। 

নিয়মিত শরীরচর্চা করতে পারেন। তাতে শরীরের অতিরিক্ত ওজন কমবে, শরীরের হরমোনগুলির ক্ষরণ নিয়ন্ত্রণেও সাহায্য করবে। যে কোন ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। 

You might also like!