Game

1 year ago

Indian Women's U 19 cricket team : ঘরে ফিরলেন বিশ্বজয়ী তিতাসরা, বিমানবন্দরেই সংবর্ধনা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর

Indian Women's Under 19 cricket team
Indian Women's Under 19 cricket team

 

কলকাতা, ২ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমবার তাদের হাত ধরেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। বৃহস্পতিবার ঘরে ফিরলেন বিশ্বজয়ী দলের সদস্য দুই বঙ্গকন্যা তিতাস সাধু ও ঋষিতা বসু। কলকাতা বিমানবন্দরে তাঁদের সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শেফালি ভার্মার নেতৃত্বে খেলতে নামে ভারতীয় দল। বঙ্গকন্যা তিতাস-সহ টিম ইন্ডিয়ার অনবদ্য বোলিংয়ের দাপটে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ব্রিটিশ ইনিংস। হাসতে হাসতে ম্যাচ জেতে ভারত। প্রথম বার এই টুর্নামেন্টে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় ভারত। মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেওয়া তিতাসের হাতে ওঠে ম্যাচের সেরার শিরোপা।

ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিন বঙ্গকন্যা। তাঁদের মধ্যে দু’জন বাড়িতে ফিরলেও সিনিয়র দলের হয়ে খেলার জন্য ফিরতে পারেননি উইকেটকিপার রিচা ঘোষ। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ম্যাচের সেরা তিতাস বললেন, “জাতীয় দলের হয়ে খেলার জন্যই প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও সামনেই আইপিএল রয়েছে। সেখানেও খেলার সুযোগ পেতে চাই। ছোটবেলা থেকে যাঁরা আমার খেলায় সমর্থন জুগিয়েছেন, এই সাফল্য তাঁদেরই উৎসর্গ করতে চাই।”


You might also like!