kolkata

1 week ago

Black Suits: গরমে আইনজীবীদের পোশাকে ছাড়, কালো জোব্বা পরতে হবে না

Black Suits of Lawyers
Black Suits of Lawyers

 

কলকাতা, ১৯ এপ্রিল: এই গরমে গলা বন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক আর তার উপর পা পর্যন্ত ঢাকা কালো জোব্বা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের গরমে যেখানে তাপমাত্রার পারদ প্রায় সর্বত্রই ৪০ ছাড়িয়েছে, সেখানে এই পোশাকেই এজলাস থেকে এজলাসে ছুটে চলেছেন আইনজীবীরা।

পর পর মামলা, সঙ্গে ফাইলের বোঝা। সব মিলিয়ে হাঁসফাঁস দশা। আইনজীবীদের এই যন্ত্রণা বুঝেই অবশেষে তাঁদের পোশাকের ভার লাঘব করার সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট।

শুক্রবার একটি বিশেষ বিবৃতি জারি করে কলকাতা হাই কোর্ট জানিয়েছে আইনজীবীদের আপাতত এই আবহাওয়ায় কালো জোব্বা পরতে হবে না।

আদালতে সাধারণত নির্দিষ্ট পোশাকবিধি মেনেই পোশাক পরতে হয় আইনজীবীদের। তার মধ্যে অন্যতম ওই সিল্ক বা মোটা কাপড়ের কালো জোব্বা। আদালত চত্বরে যাও বা অনেকে জোব্বা খুলে হাতে রাখেন, এজলাসে গেলে তা না পরে উপায় নেই।

কিন্তু গরমে ওই পোশাক বার বার খোলা-পরার যেমন অনুপযোগী, তেমনই অস্বস্তিকর গরমের মধ্যে ওই জোব্বা পরে এজলাস থেকে এজলাসে ছুটে বেড়ানো।

You might also like!