Entertainment

1 week ago

Mimi Chakraborty: প্লাস্টিক, বোতল, আবর্জনা কুড়িয়ে, বসুন্ধরা দিবসে পৃথিবীকে স্বচ্ছ-সুন্দর রাখার ডাক মিমির

Mimi Chakraborty
Mimi Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২২ এপ্রিল দিনটা তোলা থাকে বসুন্ধরা দিবস হিসেবে। কিন্তু কেবল এই একটা মাত্র দিন পালন করে পৃথিবীকে সুন্দর করা সম্ভব নয়। গ্লোবাল ওয়ার্মিং, জলের আকাল, পরিবেশ দূষণ এমন নানা রোগে আক্রন্ত আমাদের বসুন্ধরা। অভিনেত্রী মিমি চক্রবর্তী এই পৃথিবীকে স্বচ্ছ সুন্দর রাখার ডাক দিলেন। বসুন্ধরা দিবসে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি।

সমুদ্রের পাড়ে পড়ে থাকা প্লাস্টিক, জলের বোতল, চিপসের প্যাকেট নিজে হাতে কুড়িয়ে আনলেন অভিনেত্রী। ক্যাপশনে মিমি লিখেছেন, ‘প্লাস্টিক এই পৃথিবীর কাছে অভিশাপের মতো। এরপরেই তিনি বলেছেন, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি, এখনও আমরা একটু সচেতন হলেই প্রকৃতির যে ক্ষতি আমরা করেছি তা লাঘব করা সম্ভব। সে ক্ষমাশীল।’

আসলে, মিমির বার্তা গোটা বিশ্ববাসীর কাছেই। আমরা এই বসুন্ধরায় বসবাস করি ঠিকই, কিন্তু আমাদের মাধ্যমেই প্রতিনিয়ত দূষিতও হচ্ছে শস্য শ্যামলা বসুন্ধরা। আরেকটু মানবিক হলেই এই পৃথিবীকে সুন্দর করা সম্ভব।


You might also like!