পুণে, ২৩ অক্টোবর : বৃহস্পতিবার পুণেতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দুই দলের কাছেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। ভারত চাইবে সিরিজ ১-১ করতে, আর নিউজিল্যান্ড চাইবে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ জয় করতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, প্রথমদিন আংশিক রোদ এবং মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। খেলার দিন বৃহস্পতিবার শুরুতে আকাশ ৫৮ শতাংশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে সেটা কমে হবে ৪৩ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর বাকি দিনগুলোতেও আবহাওয়া একই রকম থাকবে বলে আবহাওয়া দফতর থেকে বলা হচ্ছে। অর্থাৎ, ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর টেস্ট ম্যাচের পাঁচটা দিন পুণের আকাশ ভালো থাকবে।