Game

1 month ago

Paris Olympics:শুক্রবার প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে একাধিক নতুনত্ব

Paris Olympics
Paris Olympics

 

প্যারিস, ২৬ জুলাই : গ্রেটেস্ট শো অন আর্থ -অলিম্পিক্স শুক্রবার শুরু প্যারিসে। এই অলিম্পিক্সে এমন কিছু থাকছে, যা আগে কখনও দেখা যায়নি! উদ্বোধনী আয়োজনের ভেন্যু এবার প্যারিসের স্যেন নদীতে। এই নদীতে অনেক নৌকায় হাজার হাজার অ্যাথলিট ভেসে বেড়াবেন। স্টেডিয়ামের ট্র্যাকে প্রতিবার যে কুচকাওয়াজ হয়, তা এবার হবে নৌকায়। আর অ্যাথলিট ও পারফরমাররা নৌকায় পাড়ি দেবেন ৬ কিলোমিটার পথ। এই পথে পড়বে উস্তালিজ সেতু , নথু-দেম ক্যাথেড্রাল, অনেক গেটওয়ে। নৌকা এদের ছুঁয়ে চলে যাবে প্যারিসের দর্শনীয় আইফেল টাওয়ারের কাছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শিল্প নির্দেশক থমা হুলি বলেছেন, অলিম্পিক গেমসকে বৃহত্তর চিত্রপটে উদযাপনের আয়োজন থাকবে এই অনুষ্ঠানে। নৃত্যশিল্পী, সংগীতশিল্পী–সহ পারফরমার থাকবেন প্রায় তিন হাজার। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু উদ্বোধনী অনুষ্ঠান (ভারতীয় সময় রাত ১১টা)। সব মিলিয়ে চার ঘণ্টার অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একশোর বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। আর নদীর তীর ধরে উদ্বোধনী আয়োজন উপভোগ করবেন ৩ লাখের বেশি দর্শক। অ্যাথলেটদের নৌকাগুলোয় থাকবে ক্যামেরা, যাতে টিভি পর্দায় কাছ থেকে দেখা যায় তাদেরকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৪৫ হাজার নিরাপত্তাকর্মী থাকছে। এরমধ্যে থাকবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স।’ অলিম্পিকে যাত্রাপথের বিভিন্ন ভবনের চূড়ায় থাকবে স্নাইপার। অ্যান্টি-ড্রোন পদ্ধতি কার্যকর করা হবে।গাজা ও ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ও অন্যান্য হুমকি মাথায় রেখে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা করেছে ফরাসি সরকার।

You might also like!