অম্বিকাপুর, ৫ মার্চ : ছত্তিশগড়ে হোলিতে বন্ধ সুরার দোকান। ছত্তিশগড়ের আবগারি দফতর সূত্রে জানা গেছে, "হোলি" উৎসব উপলক্ষে ১৪ মার্চ "ড্রাই ডে" ঘোষণা করা হয়েছে। এই দিনে জেলার সমস্ত দেশি-বিদেশি মদের দোকান এবং মদের গুদাম সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়াও, এই দিন মদের বিক্রয়, পরিবহন এবং পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানা গেছে।