নয়াদিল্লি, ১৫ মে: এক দশক পর ভারত ১৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত একটি টেস্ট ম্যাচ সহ বহু-ফরম্যাট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে হোস্ট করবে। মঙ্গলবার সন্ধ্যায় বিসিসিআই ঘোষণা করেছে।
একদিনের ম্যাচগুলো হবে বেঙ্গালুরুতে, আর একমাত্র টেস্ট ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৪ সালের নভেম্বরে।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৩ জুন একদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ম্যাচটি হবে বোর্ড প্রেসিডেন্ট একাদশের সাথে। ওডিআই শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে এবং টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা(মহিলা) সময়সূচী:
১৩জুন: দক্ষিণ আফ্রিকা বনাম BP's XI, বেঙ্গালুরু (ওয়ার্ম আপ)
১৬ জুন: প্রথম ওডিআই, বেঙ্গালুরু।
১৯ জুন: দ্বিতীয় ওডিআই, বেঙ্গালুরু।
২৩ জুন: তৃতীয় ওডিআই, বেঙ্গালুরু।
২৮ জুন - ১ জুলাই : টেস্ট ম্যাচ, চেন্নাই।
৫ জুলাই: ১ম টি-টোয়েন্টি, চেন্নাই।
৭ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, চেন্নাই।
৯ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, চেন্নাই।