Game

1 year ago

Virat Kohli : রানের বন্যা বইয়েছেন, তবুও শিরোপা না ছোঁয়ার আফসোসে কোহলি

Virat Kohli
Virat Kohli

 


কলকাতা, ২৬ মে : আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও তাঁর ব্যাটে থাকে রানের ফুলঝুরি। সেই সঙ্গে গড়ছেন একের পর এক রেকর্ড। এত দাপট দেখিয়েও একটা আক্ষেপে হয়তো তিনি পুড়ছেন। তা হল, এই ১৬-৩ম আইপিএলে এসেও এই ব্যাটারের শোকেসে এখনও পর্যন্ত ওঠেনি কোনো আইপিএল শিরোপা।

এবারের আইপিএলটা যেন আরসিবির কাছে ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছিল। প্লে অফে এসে নিজের ব্যাট দিয়ে প্রতিপক্ষকে শাসন করেও এবারের আইপিএল থেকে বিদায় নিতে হল।

এবারের আইপিএলে কি করেননি কোহলি।

*গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের করে ক্রিস গেইলের ৬ সেঞ্চুরি ছাপিয়ে গিয়ে আইপিএল ইতিহাসে গড়েছেন সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

*২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি করে ভারতীয় হিসেবে করেছেন রেকর্ড।

*এবারের আইপিএলে তৃতীয় ক্রিকেটার হিসেবে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে গড়েছেন রেকর্ড।

*আর আরসিবির অধিনায়ক ডু প্লেসির সঙ্গে জুটি বেঁধে এই আইপিএলে করেছেন ৯৩৯ রান, যা একটা আইপিএলে জুটির রানে যৌথভাবে সর্বোচ্চ।

এত কিছু করেও এবারের আইপিএলে কোহলিদের দৌড় থেমে যায় লিগ পর্বেই। দূর্ভাগ্য কোহলির!

আইপিএলে কোহলির কাছে এটা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও ঘটেছে কয়েকবার। ২০১৬ সালের আইপিএলে ফর্মের তুঙ্গে থেকে করেছিলেন ৯৭৩ রান। গড় ছিল ৮১.০৮ আর স্টাইক রেট ১৫২.০৩। এই রান ছিল আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। ৪টি সেঞ্চুরিও ছিল। ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন। এতকিছুর পরেও ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয় বেঙ্গালুরুর সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে । তৃতীয়বারের মতো রানার্সআপ হয়েছেন কোহলিরা।

এর আগে ২০০৯ ও ২০১১ আইপিএলে বেঙ্গালুরুকে কাঁদিয়েছিল ডেকান চার্জার্স ও চেন্নাই সুপার কিংস। ২০০৯ মৌসুমে কোহলি করেন ২৪৬ রান আর ২০১১ তে ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ৫৫৭ রান। এ ছাড়াও আইপিএলের এক মৌসুমে ৬০০-এর বেশি রান কোহলি করেছেন তিনবার। ২০১৬ আইপিএল তো রয়েছেই। এবার ভারতীয় এই ব্যাটার করেছেন ৬৩৯ রান।এখন পর্যন্ত এই আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২০১৩ আইপিএলে ৬ ফিফটিতে করেন ৬৩৪ রান। ১০ বছর আগেও লিগ পর্ব থেকে ছিটকে যান কোহলিরা। সুতরাং এত কিছু আইপিএলে করেও শিরোপা না ছোঁয়ার আফসোসে হয়তো পুড়ছেন রানের সম্রাট কোহলি!




You might also like!