Game

1 week ago

Rafael Marquez:রাফায়েল মার্কুয়েজই সম্ভবত হচ্ছেন বার্সার নতুন কোচ!

Rafael Marquez
Rafael Marquez

 

বার্সেলোনা, ১৮ এপ্রিল : গত জানুয়ারিতেই বার্সেলোনার কোচ হিসেবে পদত্যাগের ঘোষণা করেছিলেন জাভি হার্নান্দেজ। এরপর থেকে নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন ছিল। যদিও এর মাঝে বার্সা আবার ঘুরে দাঁড়ায় এবং লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালোভাবেই নিজেদের অবস্থান তুলে ধরে। টানা ১৩টি ম্যাচে অপরাজিত ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজির পরাজয় এই ব্যাপারটা আবার উসকে দিয়েছে। যার ফলে জাভির পদত্যাগের বিষয়টা নিয়েও অনেকে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন।

কে হচ্ছেন নতুন কোচ? সম্ভাব্য অনেকের নামই উঠে আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বার্সেলোনারই প্রাক্তন ডিফেন্ডার, মেক্সিকো জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাফায়েল মার্কুয়েজের নাম। মার্কুয়েজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করা হয়েছে। এরই মধ্যে অবশ্য বার্সার সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন মার্কুয়েজ। বর্তমানে তিনি কাজ করছেন, বার্সা ‘বি’ টিমের সঙ্গে।


You might also like!