Game

5 months ago

Paris Olympics 2024: সোনার দৌড় শুরু হোলো টোকিয়োর চ্যাম্পিয়নের লড়াই প্যারিস অলিম্পিকে

Neeraj Chopra went to Finale by throwing javelin in 89.34m distance
Neeraj Chopra went to Finale by throwing javelin in 89.34m distance

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের ফাইনালে নীরজ চোপড়া!  যোগ্যতা অর্জন পর্বটা সহজেই পার করলেন। বৃহস্পতিবার আরো একবার সোনার দৌড়ে টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী। ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। 

গ্রুপ বি-তে ছিলেন নীরজ। আর উল্লেখ্য, যোগ্যতা অর্জন পর্বে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠা যায়। নীরজ প্রথম থ্রোয়েই ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন, তাই একদম সরাসরি ফাইনালে পৌঁছে গেলেন! তবে ছিটকে গেলেন অপর ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার তথা গ্রুপ এ-র সদস্য কিশোর জেনা। তিনি  ৮০.৭৩ মিটারে ছোঁড়েন। সবার জানামতে, ফাইনালেতে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করবেন কিন্তু কিশোর প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারেননি।   

তবে নীরজের ৯০ মিটার ছোঁড়ার স্বপ্নটা এবারও অধরা থেকে গেল। তাই আমরা ভারতীয়রা আশায় বসে আছি যে ফাইনালেতে সেটা ছুঁড়তে এবং সাথে গলায় সোনার পদকও পরতে পারেন কিনা যেটায় তখন আমাদের তেরঙ্গা পতাকা মাঝখানে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে বাজবে,"জনগণমণ অধিনায়ক জয় হে"     

You might also like!