দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ম্যাচের শুরু থেকে একের পর এক ছোটখাটো ফাউল করা হয়েছে তাঁকে। কে জানে, সে কারণেই হয়তো বিরক্ত হয়ে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই বিরক্তি থেকেই পরে তিনিও ফাউল করে বসলেন আলাভেসের এক খেলোয়াড়কে। তবে সেই ফাউল ছিল ভয়ংকর, যার খেসারত এমবাপ্পেকে দিতে হয়েছে লালা কার্ড দেখে। তবে রিয়াল মাদ্রিদকে খুব বড় খেসারত দিতে হয়নি। লা লিগার ম্যাচটা তারা জিতেছে ১-০ গোলে।
কিন্তু দলের এই জয়ের পরও নিজের ওপর কিছুটা বিরক্ত এমবাপ্পে। রিয়ালের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি জানিয়েছেন, নিজের অনিয়ন্ত্রিত আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। ভুল বুঝতে পেরেছেন ফরাসি এই ফরোয়ার্ড।ঘটনাটা গতকাল রাতে ম্যাচের ৩৮ মিনিটে। আলাভেস মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে কড়া ট্যাকল করেন এমবাপ্পে। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে। তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। এমবাপ্পে লাল কার্ড দেখার মিনিট চারেক আগে এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে এগিয়ে যায় রিয়াল। পরে ম্যাচের ৭০ মিনিটে বদলি নামা ভিনিসিয়ুস জুনিয়রকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন আলাভেসের সানচেজও। ম্যাচটা শেষ পর্যন্ত ১-০ গোলেই জিতেছে রিয়াল।
নিষেধাজ্ঞার কারণে কোচ কার্লো আনচেলত্তি না থাকায় এ ম্যাচে রিয়ালের ডাগআউটে দাঁড়িয়েছিলেন তাঁর ছেলে ও রিয়ালের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘এমবাপ্পে কোনোভাবেই সহিংস খেলোয়াড় নয়। ও বুঝতে পেরেছে কী ভুল করেছে এবং ক্ষমাও চেয়েছে।’
রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো আপত্তি নেই আনচেলত্তি জুনিয়রের, ‘হ্যাঁ, এটা লাল কার্ডই ছিল এবং সে (এমবাপ্পে) তার শাস্তি পেয়েছে। সম্ভবত ম্যাচের শুরু থেকে তাকে করা ছোট ছোট ফাউলের চাপ থেকেই এমন প্রতিক্রিয়া এসেছে। এটা সঠিক প্রতিক্রিয়া নয়, কিন্তু হয়ে গেছে আর কী!’
লা লিগায় বার্সেলোনার সমান ৩১ ম্যাচ খেলেও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে রিয়াল। লিগে আনচেলত্তির দল পরের দুটি ম্যাচ খেলবে বিলবাও ও হেতাফের বিপক্ষে। তবে এর আগেই আগামী বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের বিপক্ষে খেলবে রিয়াল। এমিরেটসে প্রথম লেগটায় আর্সেনালের কাছে ৩-০ গোলে হারায় এই ম্যাচে বেশ চাপে থাকবেন আনচেলত্তিরা।