Game

11 months ago

Mahapanchayat of Indian wrestlers : উদ্বোধনের দিনেই নতুন সংসদ ভবনের সামনে মহাপঞ্চায়েত, ঘোষণা কুস্তিগিরদের

Mahapanchayat of Indian  wrestlers (File Picture )
Mahapanchayat of Indian wrestlers (File Picture )

 

নয়াদিল্লি, ২৪ মে  : আগামী রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন। আর সেই দিনটিতেই নিজেদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিলেন কুস্তিগিররা। নয়া সংসদ ভবনের সামনে মহিলা মহাপঞ্চায়েত বসানো হবে বলে জানালেন ভিনেশ ফোগাট।

নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। অনুষ্ঠান বয়কট করেছে ১৯ বিরোধী দল। তবে তারই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। এই আবহে বিজেপি সরকারকে আরও চাপে ফেলতে প্রস্তুত ভিনেশ ফোগাটরা। জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ মহিলা মহাপঞ্চায়েত বসাব। সুবিচারের জন্য আমাদের কণ্ঠস্বর দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যতের মহিলা কুস্তিগিরদের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ।”

এদিকে জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে আন্দোলনের একমাস পূর্তির দিন যন্তরমন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিল করেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। ন্যায় না মেলা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বললেন, “শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

You might also like!