লন্ডন, ২১ মে:সবকিছুই ঠিকঠাক ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল। সেটাও হয়ে গেল সোমবার। প্রধান কোচের পদে আর্না স্লটকে নিয়োগের কথা নিশ্চিত করল লিভারপুল। লিভারপুলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ জুন দায়িত্ব নেবেন স্লট। চুক্তির মেয়াদ তিন বছর। ইয়ুর্গেন ক্লপ চলতি মরসুমের শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর নতুন কোচ খোঁজার কাজ শুরু করে লিভারপুল। প্রথমদিকে সম্ভাব্য কয়েকজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত স্লটের নিল লিভারপুল।