Game

1 hour ago

La Liga: লা লিগা, কোনও রকমে হার এড়াল রিয়াল মাদ্রিদ

La Liga
La Liga

 

মাদ্রিদ, ২৪ নভেম্বর : প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগায় ২-২ ড্র করেছে শাবি আলোন্সোর দল। হার এড়ানোর স্বস্তি থাকলেও, এখানে দুটি পয়েন্ট হারিয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। আলেশ ফেবাসের গোলে পিছিয়ে পড়ার পর রিয়ালকে সমতায় ফেরান ডিন হাউসেন। আলভারো রদ্রিগেসের গোলে এলচে আবার ২-১ এ এগিয়ে যাওয়ার খানিক পরই জুড বেলিংহ্যামের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে সফরকারীরা। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দুই রাউন্ড আগেও বার্সিলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই ব্যবধান এখন মাত্র ১। ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সিলোনা।

You might also like!