Game

3 weeks ago

IPl 2024 : গুজরাতের বিরুদ্ধে খেললেন এক ওভার, ম্যাচের মাঝেই ছাড়লেন মাঠ, ফের চোট ময়াঙ্কের ?

Mayank Yadav
Mayank Yadav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃময়াঙ্ক যাদবকে নিয়ে আশঙ্কার মেঘ লখনউ সুপার জায়েন্টসে । গত দুই ম্যাচে বোলিংয়ে ঝড় তুলেছিলেন ময়াঙ্ক । যেন গজের 'রাজধানী এক্সপ্রেস' । কিন্তু, রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেনা ছন্দে দেখা গেল না ময়াঙ্ককে । বোলিংয়ে স্পিড তুললেন মাত্র ১৪০ কিমি প্রতি ঘণ্টা । শুধু তাই নয়, মাত্র এক ওভার খেলেই মাঠ ছাড়েন । হঠাৎ কী হল ময়াঙ্কের ? পেসারের নতুন করে চোটের আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । এই নিয়ে কী বলছেন ক্রুনাল পান্ডিয়া ?

ময়াঙ্কের চোট

জানা গিয়েছে, খেলা চলাকালীন সাইড স্ট্রেন অর্থাৎ পেশিতে টান লাগে ময়াঙ্কের । তবে, চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন, লখনউ তারকা ক্রুণাল পাণ্ডিয়া । তিনি জানিয়েছেন, ময়াঙ্কের বিষয়ে খুব বেশি কথা হয়নি। তবে যেটুকু জানা গিয়েছে, কোনও বড় সমস্যা নেই, সুস্থই রয়েছেন ময়াঙ্ক ।

উল্লেখ্য, রবিবার চতুর্থ ওভাবে বল করতে মাঠে নামে ময়াঙ্ক । সেইসময় তাঁর বোলিংয়ের স্পিড ছিল ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা । এর আগে ১৫৫.৮ কিমি/ঘণ্টা ও ১৫৬.৭ কিমি/ঘণ্টায় বোলিং করেছিলেন ময়াঙ্ক । কিন্তু, গুজরাতের বিরুদ্ধে সেই ঝড় তুলতে পারলেন না । এক ওভার বল করেই এলএসজি-র ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন । তারপর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা ।


You might also like!