Game

3 weeks ago

Andre Russel:সোমবার ক্রিকেটার আন্দ্রে রাসেলের ৩৬তম জন্মদিন

Cricketer Andre Russell's 36th birthday on Monday
Cricketer Andre Russell's 36th birthday on Monday

 

কলকাতা, ২৯ এপ্রিল : আন্দ্রে ডোয়াইন রাসেল। আজকের দিনে জন্ম এই জ্যামাইকান ক্রিকেটারের। রাসেল ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার। তিনি মূলত একজন ফাস্ট বোলিং অল-রাউন্ডার।

১২ জানুয়ারি ২০০৭ সালে , ক্যারিবিয় বিয়ার সিরিজ-এ গ্রোস আইলেটে জ্যামাইকা বনাম উইন্ডওয়ার্ড ম্যাচে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ২০১৪ সালে তিনি শেষ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। রাসেলের অভিষেক ২০১০ সালে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে। সেটিই ছিল রাসেলের প্রথম ও শেষ টেস্ট ম্যাচ।

২০১১ সালে মোহালিতে ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ-এ তিনি শেষবার একদিবসীয় ক্রিকেট খেলেন।

২১ এপ্রিল ২০১১ সালে , পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে গ্রস আইলেটে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তার টি২০ আন্তর্জাতিক অভিষেক ঘটে।ওয়েস্ট ইন্ডিজের জেতা প্রথম টি২০ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। সেই বিশ্বকাপে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় টি২০ বিশ্বকাপের দলে সদস্য ছিলেন তিনি। সেবার ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছিল। বল হাতে দারুন পারফরম্যান্স করেছিলেন। সেমিফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচ জেতান।

২০১২ সালের আইপিএল নিলামে দিল্লি ডেয়ারডেভিলস তাকে ৪৫০,০০ মার্কিন ডলারের বিনিময়ে কেনে।

২০১৪ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স দল তাকে কেনে এবং এখনেই তিনি এখনও আইপিএল খেলছেন।এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে রাসেল ৪৯০ টি ম্যাচে ১৬৯ স্ট্রাইক রেটে ৮৩৮৮ রান করেছেন, উইকেট নিয়েছেন ৪৩৯টি।


You might also like!