কিয়েভ : এখনও থামেনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। দুবছর পরও কোনও রফাসূত্রে মেলেনি। ইউক্রেনে ক্রমশ আক্রমণ বাড়িয়ে চলেছে রুশ সেনাবাহিনী। তবে থেমে নেই ইউক্রেনও। রাশিয়ায় হামলা জারি রেখেছে ইউক্রেনীয় বাহিনী। এবার ইউক্রেনের মিসাইল আছড়ে পড়ল রাশিয়ার বেলগোরোডের একটি বহুতলে। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
দুদেশেই অবিরাম চলছে মৃত্যুমিছিল। দুদেশেই পিছিয়ে আসতে নারাজ। তাই হামলা চলছেই। এর মাঝেই সোমবার রাশিয়ার দক্ষিণপশ্চিম শহর বেলগোরোডের একটি বহুতলে মিসাইল হামলা করে ইউক্রেন। মুহূর্তে ভেঙে পড়ে ১০ তলা বিল্ডিংটি। ধ্বংসস্তূপ সরিয়ে ২ শিশু সহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১৫ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।