ডারবান, ১০ ডিসেম্বর : তেইশের শেষে ভারত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করছে। তারপর ওডিআই ও টেস্ট সিরিজও খেলবে এই দুই দল। আজ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে হবে। ভারতীয় দলকে টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্বে থাকবেন এইডেন মার্কব়্যাম।
ভারত ও দক্ষিণ আফ্রিকার হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এই দুটি দল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জিতেছে ভারত এবং ১০ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ অমীমাংসিত।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত ৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৫টিতে আর হেরেছে ২টি।
ভারতীয় সময় অনুসারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে।
দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।