লন্ডন, ১ অক্টোবর : ঘরের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। প্রথমার্ধে বেনফিকার আত্মঘাতী গোলটিই গড়ে দিয়েছে ব্যবধান। ২০২৩ সালের মার্চের পর চ্যাম্পিয়নস লিগে চেলসির প্রথম জয় এটি।সৌভাগ্যের ছোঁয়ায় অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় চেলসি। ডান দিক থেকে পেদ্রো নেতোর ক্রসে দূরের পোস্টে আলেহান্দ্রো গার্নাচোর ভলি বেনফিকার মিডফিল্ডার রিচার্দ রিওসের পায়ে লেগে তাদের জালে চলে যায়।ম্যাচে বল পজেশনে কিছুটা এগিয়ে ছিল চেলসি। গোলের জন্য আট শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। বেনফিকার ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠেছে চেলসি। বেনফিকার পয়েন্ট শূন্য। আর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।