Country

1 hour ago

Security personnel are deployed in Leh: এখনও ১৬৩ ধারা জারি; লেহ-তে মোতায়েন সুরক্ষা বাহিনী, চলছে নজরদারি

Security personnel are deployed in Leh
Security personnel are deployed in Leh

 

লেহ, ২৭ সেপ্টেম্বর : লেহ-তে হিংসাত্মক ঘটনার পর দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও চাপা উত্তেজনা রয়েছে। জারি রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। জমায়েত আপাতত নিষিদ্ধ রয়েছে। মোতায়েন রয়েছে সুরক্ষা বাহিনী, চলছে টহল ও নজরদারি। লেহ-র রাস্তাঘাট, বাজার একেবারেই শুনশান রয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর হিংসা ছড়িয়ে পড়ে লেহ-তে। সেই হিংসায় একাধিক মৃত্যুও হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ১৬৩ ধারা কার্যকর রয়েছে। পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনও মিটিং, মিছিল, সমাবেশ করা যাবে না।

You might also like!