Game

1 hour ago

MLS Chicago vs Inter Miami : এমএলএস: মেসির মায়ামির বিরুদ্ধে শিকাগো ফায়ারের ঐতিহাসিক জয়

MLS Chicago vs inter miami (symbolic picture)
MLS Chicago vs inter miami (symbolic picture)

 

শিকাগো, ১ অক্টোবর  : গেল ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে ড্রয়ের পর বুধবার শিকাগোর কাছে বড় ব্যবধানে হেরে গেল ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে শিকাগো ফায়ার এফসির কাছে ৫-৩ গোলে হেরেছে মেসির দল।মঙ্গলবার রাতের এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএস প্লে-অফে জায়গা করে নিল শিকাগো। পয়েন্ট টেবিলে তারা এখন অষ্টম স্থানে।

অন্যদিকে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করা লিওনেল মেসির ইন্টার মায়ামি এই পরাজয়ে সাপোর্টার্স শিল্ড দৌড়ে পিছিয়ে পড়ল। এখন ফিলাডেলফিয়া ইউনিয়ন নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে জিতলেই তাদের নিয়মিত মরসুমের শিরোপা নিশ্চিত হবে। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে মেসির মায়ামি।উল্লেখ্য, মায়ামি বনাম শিকাগোর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৩০ আগস্ট। লিগস কাপ ফাইনালের কারণে সেটা স্থগিত করা হয়েছিল।

You might also like!