Game

2 hours ago

Major League Soccer: মেজর লিগ সকার, টরন্টো গোলরক্ষক জনসন মেসিদের রুখে দিল

Major League Soccer
Major League Soccer

 

ফ্লোরিডা, ২৮ সেপ্টেম্বর  : প্রথমে এগিয়ে গিয়েও জয় পেল না ইন্টার মায়ামি। লিওনেল মেসিদের একের পর এক প্রচেষ্টা রুখে দিল টরন্টোর মার্কিন গোলরক্ষক শন জনসন। তিনিই হলেন ম্যাচের নায়ক। মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার (২৮ সেপ্টেম্বর) টরন্টোর বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ল মেসি-সুয়ারেজরা। এদিন পুরো ম্যাচেই আধিপত্য নিয়েই খেলেছে ইন্টার মায়ামি। ৬২ শতাংশ সময় বল তাদের পায়েই ছিল।৯টি শট নিয়ে ৬টিই গোলমুখে রেখেছিল তারা। তাদের সফল হতে দেননি টরন্টো গোলরক্ষক জনসন। বিপরীতে ৭ শটের দুটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল টরন্টো।  প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় মায়ামি। গোল করেন তাদেও আয়েন্দে।

বিরতির পর লড়াইয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি টরন্টো। ৬০ মিনিটে লরিয়ার পাস ছয় গজ দূরত্বে ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় জালে বল জড়ান দর্দে মিহাইলোভিচ। সমতায় ফেরে টরন্টো। এরপর দু দল আক্রমনে গেলে ও আর গোল হয়নি।শেষ পর্যন্ত ১-১এ ম্যাচ শেষ হয়। দুই পয়েন্ট হারালেও পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে মেসিদের। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের তিনে উঠে আসল তারা।

You might also like!