মাদ্রিদ, ২৬ সেপ্টেম্বর : প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচটি শিরোপাধারীরা জিতেছে ৩-১ গোলে। এর ফলে রিয়াল ওবেইদোকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল। আলবের্তো রেইনার দর্শনীয় গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া। বদলি নেমে রবের্ত লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে গোল পান রোনাল্দ আরাউহো। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে গোলে ২২টি শট নেয় বার্সেলোনা, যার ১০টি ছিল লক্ষ্যে। ওবেইদোর সাত শটের তিনটি ছিল লক্ষ্যে । এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা । আর শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮।