Game

2 hours ago

Major League Soccer: মেজর লিগ সকার: মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামি নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে জয়লাভ করে, প্লে-অফে স্থান নিশ্চিত করেছে

Messi
Messi

 

ফ্লোরিডা, ২৫ সেপ্টেম্বর : মেজর লিগ সকারে (এমএলএস) দাপুটে এক জয় তুলে ইন্টার মায়ামি। এরফলে মরসুমের প্রথম বড় লক্ষ্য পূরণ করল ইন্টার মায়ামির। বুধবার নিউইয়র্কের সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

দলের জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার দুটি গোল করার পাশাপাশি তৈরি করেছেন একাধিক সুযোগও। এছাড়া বালতাসার রদ্রিগেজ ম্যাচে একটি গোল করেন এবং লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন। এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

ম্যাচের পর মাশ্চেরানো বিশেষভাবে প্রশংসা করেছেন মেসির উদার মানসিকতার। আর্জেন্টাইন তারকা পেনাল্টি শট সতীর্থদের দিয়ে দিচ্ছেন, যাতে দলের অন্যরা আত্মবিশ্বাস ফিরে পায়। মাশ্চেরানো বলেন, 'দলের গোল প্রয়োজন, তার (মেসির) ব্যক্তিগত রেকর্ড নয়। সুয়ারেজের গোল পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটাই মেসির বড় মানসিকতা—তিনি সবাইকে সম্পৃক্ত করতে চান।'

You might also like!