West Bengal

2 hours ago

Office Death Case: অফিসে বিরিয়ানি খেয়ে মৃত্যু, বিষক্রিয়া নাকি পরিকল্পিত হত্যা?তদন্তে প্রশাসন!

Office Death Case
Office Death Case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর ছুটির আনন্দে বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই আনন্দে কালবেলার রূপ নিল এক মুহুরির মৃত্যু দিয়ে। সুমন্ত মল্লিক নামের ওই মুহুরির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ বিএলআরও অফিসে। একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন ওই অফিসের আরও এক কর্মী, কুন্তল মাঝি, যিনি বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষক্রিয়ায় মৃত্যু নাকি এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের দাবি, ”এই মৃত্যু স্বাভাবিক নয়। খাবারের বিষ দিয়ে তবে খুন করা হয়েছে।” ফলে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে রহস্য। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশও। চারদিকে পুজোর আমেজ। সামনেই লম্বা ছুটি। জানা যায়, ছুটি পড়ে যাওয়ার আনন্দে অফিসের মধ্যে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। যেখানে অফিস স্টাফ, মুহুরি কর্মীরা সবাই অংশ নিয়েছিলেন। ছিলেন সুমন্ত মল্লিক, কুন্তল মাঝি। স্থানীয় একটি দোকান থেকেই বিরিয়ানি আনা হয়। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু বিরিয়ানি খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুহুরি সুমন্ত মল্লিক এবং রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। দ্রুত দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কালনা হাসপাতালের চিকিৎসকরা সুমন্ত মল্লিককে মৃত বলে ঘোষণা করেন।\\

মৃত সুমন্ত মল্লিকের স্ত্রী রিমা মল্লিক অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ব্লক অফিসসহ আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। তবে পুলিশ পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং বিষক্রিয়ায় মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!