Game

5 hours ago

SAFF U-17 Championship 2025: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি

SAFF U-17 Championship
SAFF U-17 Championship

 

কলম্বো, ২৬ সেপ্টেম্বর  : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে নেপালের বিপক্ষে ভারত পেল প্রত্যাশিত জয়। তাতে গতবারের মতো আবারও শিরোপা লড়াইয়ের মঞ্চে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বছর ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন ভেঙে ছিল বাঙলা দেশের । এবার আর স্বপ্ন ভঙ্গের হতাশায় ডুবতে চান না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

You might also like!