West Bengal

1 hour ago

Weather forercast of Bengal: পুজোর মধ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, পিছু ছাড়ছে না বৃষ্টি

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : পুজোর মধ্যে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা পয়লা অক্টোবর অর্থাৎ নবমীর দিন। অর্থাৎ পুজোয় এবার পিছু ছাড়ছে না বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকবে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। তবে, স্বস্তির বিষয় হল অষ্টমী পর্যন্ত বৃষ্টি তুলনামূলক ভাবে কম থাকবে। ওই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নবমীতে নিম্নচাপের প্রভাবে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। একাদশীতেও বৃষ্টি হতে পারে পশ্চিমের বেশ কিছু জেলায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা।

You might also like!