কলকাতা, ২৫ সেপ্টেম্বর: প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ইডির তদন্তকারীদের মুখোমুখি হলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন চন্দ্রনাথ। বর্তমানে ওই মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন কারামন্ত্রী। বুধবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন। তবে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার এবং শুক্রবার চন্দ্রনাথকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।