রিয়াদ, ১৩ এপ্রিল : সৌদি প্রো লিগে শনিবারের রাতের ম্যাচটি ২-১ গোলে আল রিয়াদের বিরুদ্ধে জিতেছে আল নাস্র। প্রথমার্ধে পিছিয়ে পড়া আল নাসরকে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোলের পথ দেখালেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো । এরপর ৬৪ মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন গোল করে দলকে জেতালেন তিনি। তবে স্বাগতিকদের দুটি গোলেই জড়িয়ে আরেক তারকা সাদিও মানের নাম। প্রথমার্ধের যোগ করা সময়ে ফায়েজ সেলেমানির গোলে এগিয়ে গিয়েছিল আল রিয়াদ। টানা দুই ম্যাচে গোল করলেন রোনাল্ডো । গত সপ্তাহেও আল হিলালের মাঠে তাদের বিরুদ্ধে একটি গোল করেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে আল নাসর ৩-১এ জয় পেয়েছিল। এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭২টি। হাজার গোলের স্বপ্নের মাইলফলক ছোঁয়ার দিকেও তিনি আরও এগিয়ে গেলেন। তার কেরিয়ারে গোল সংখ্যা এখন ৯৩৩টি। ২৭ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাস্র। নাসরের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল হিলাল। আর ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ।