ব্রিজটাউন, ১০ ডিসেম্বর : দীর্ঘ ২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে তারা।
আর হোম-অ্যাওয়ে মিলিয়ে ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল রাতে ব্রিজটাউনে খেলা শুরুর আগে দুই ঘণ্টা খেলল বেরসিক বৃষ্টি। ম্যাচ শুরু হলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রান করে ইংল্যান্ড।ইংল্যান্ড এই সংগ্রহ করে বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের ৮৮ রানের জুটির সৌজন্য। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে ডাকেট। পরে আবার বৃষ্টি আসায় ডার্ক লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮। এই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এই রান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে উল্লেখযোগ্য রান করেন ওপেনার অ্যালিস অ্যাথানাজি(৪৫), কার্টি(৫০) ও শেফার্ড (৪১)।
ম্যাচসেরা হয়েছেন ফোর্ডে ও সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক শাই হোপ।