Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Festival and celebrations

1 year ago

Bhai Phota 2024: কেন পালিত হয় ভাইফোঁটা? কারণ জানলে চমকে যাবেন

Bhai Phota
Bhai Phota

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীপাবলির ২দিন পরেই বাঙালির ঘরে ঘরে পালিত হয় ভাইফোঁটা। ভাই বা দাদার দীর্ঘায়ু কামনায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালন করে থাকে। স্কন্দপুরাণে লেখা আছে যে এই দিনে যমরাজকে প্রসন্ন করলে উপাসক কাঙ্খিত ফল লাভ করেন। তবে বঙ্গজুড়ে ভাইফোঁটা পালনের নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী।

শাস্ত্র অনুসারে, ছায়া ও ভগবান সূর্য নারায়ণের দুটি সন্তান ছিল - একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা। কিন্তু একটা সময় এল যখন ছায়া সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে। সেখানে শনিদেবের জন্ম হয়। উত্তর মেরুতে বসতি স্থাপনের পর যম ও যমুনার সাথে ছায়ার আচরণে পার্থক্য দেখা দেয়। এতে ব্যথিত হয়ে যম নিজের শহর যমপুরী প্রতিষ্ঠা করেন। এক সময়ে, যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হতেন, তাই তিনি গোলোকায় থাকতে শুরু করেছিলেন, কিন্তু যম এবং যমুনা উভয় ভাই-বোনের মধ্যে অনেক স্নেহ ছিল।

এভাবেই সময় কাটছিল, তারপর হঠাৎ একদিন যমের কথা মনে পড়ল তার বোন যমুনার কথা। যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি। অতঃপর কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয়ার দিনে যমুনা ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তাঁর বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমতাবস্থায় যমরাজ ভাবলেন আমি প্রাণ হারতে যাই সকলের। কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশির সীমা রইল না।

স্নান শেষে, যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বললেন, হে ভাদ্র! আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসেন এবং আমার মতো, যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন । সেই থেকে এ দিন এই উৎসব পালনের রীতি চলে আসছে। 

You might also like!