দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরসুম একেবারেই পড়ে গিয়েছে। বাংলা জুড়ে পালিত হচ্ছে শারদীয়া দুর্গোৎসব অন্যদিকে দেশজুড়ে পালিত হচ্ছে নবরাত্রি। এই উৎসবের মরসুমের একাংশ নির্ভর করে অর্থনীতির উপর। তাই এমতাবস্থায় টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে মানুষ একাংশে ব্যাঙ্কের উপর নির্ভরশীল। তাই জেনে রাখা ভালো কবে কবে ছুটি থাকছে ব্যাঙ্ক?
ত্রিপুরা, অসম এবং বাংলায় মহা ধুমধাম করে পালিত হয় দুর্গোৎসব। এই তিন রাজ্যে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর অবধি ছুটি থাকছে ব্যাঙ্ক।