দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই হাতে আসতে চলেছে নতুন বছরের ক্যালেন্ডার। আর ক্যালেন্ডার পেলেই বাঙালির মনে প্রশ্ন জন্মায় কবে আবার শুরু হবে হইচই করার দিন। অর্থাৎ কবে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব? তাই আসুন না ক্যালেন্ডারের অপেক্ষায় বসে থাকবেন কেন? জেনে নিন ২০২৪ এর দুর্গা পুজোর নির্ঘণ্ট।
মহালয়া:
২০২৪-এ মহালয়া পড়েছে - ২ অক্টোবর বুধবার
দুর্গাপুজো ২০২৪
মহাপঞ্চমী পড়েছে- ৮ অক্টোবর, মঙ্গলবার
মহাষষ্ঠী পড়েছে -৯ অক্টোবর বুধবার
মহাসপ্তমী পড়েছে- ১০ অক্টোবর বৃহস্পতিবার
মহাষ্টমী পড়েছে - ১১ অক্টোবর, শুক্রবার
মহানবমী পড়েছে- ১২ অক্টোবর শনিবার
মহাদশমী পড়েছে - ১৩ অক্টোবর, রবিবার
লক্ষ্মীপুজো
২০২৪ এ লক্ষ্মীপুজো পড়েছে ১৭ অক্টোবর।
কালীপুজো
৩১ অক্টোবর বৃহস্পতিবার পড়েছে কালীপুজো।