দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঝে আর ২ টো দিন তার পরই কলকারখানা থেকে শুরু করে নামীদামি আইটি সেক্টর গুলিতে বিশ্বকর্মা পুজো উদযাপিত হবে, মূলত বিভিন্ন পেশার মানুষজন বিশ্বকর্মা পুজো করে থাকেন। এই পুজানুষ্ঠানে মূর্তি পুজোর সাথে সাথে যন্ত্রাংশ পুজো করার রীতি প্রচলিত আছে ঠিক যেমন বাড়িতে সরস্বতী পুজোতে নিজের বই দেবার রীতি প্রচলিত আছে। কিন্তু বিশ্বকর্মা পুজোয় যন্ত্রপাতি পুজোর পশ্চাতে কারন কী জানা আছে? এই পুজোয় বিভিন্ন যন্ত্রাংশের পুজো করা হয় মূলত নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনের জন্য।
কথিত আছে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। এই বছর ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উদযাপিত হবে।ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিশ্বকর্মার মূর্তি তৈরি কাজ সম্পন্ন হয়েছে আবার কোথাও কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এই পুজো তে বাংলায় অরন্ধন রীতি পালিত হয়, সাথে রঙবেরঙের ঘুড়ি ওড়ানোর রীতি ও প্রচলিত আছে।