Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : কাল্পনিক মন্দির নির্মাণ করবে শ্রী শ্রী দুর্গা পূজা কমিটি

Durga Puja (File Picture)
Durga Puja (File Picture)

 

রাঁচি, ১৩ অক্টোবর  : কাল্পনিক মন্দির নির্মাণ করবে ঝাড়খণ্ডের রাঁচির শ্রী শ্রী দুর্গা পুজো কমিটি। ঝাড়খণ্ডের রাঁচির কাঙ্কে রোডের গোন্ডা এলাকায় এ বছর একটি কাল্পনিক মন্দিরের প্যাণ্ডেল তৈরি করছে শ্রী শ্রী দুর্গা পুজো কমিটি। শুক্রবার কমিটির সম্পাদক নকুল তিরকি জানান, বাংলার কারিগররা মা দুর্গার প্রতিমা তৈরি করছে। এবছর এই প্রতিমার উচ্চতা হবে ১২ ফুটের কাছাকাছি। দুর্গাপুজোর আয়োজনের জন্য এবার খরচ হবে প্রায় ২০ লক্ষ টাকা। ২০ অক্টোবর প্যান্ডেলের উদ্বোধন করা হবে।

সপ্তমীতে ডান্ডিয়া, অষ্টমীতে জাগরণ, নবমীতে ভান্ডারা, নৃত্য ও শঙ্খ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সপ্তমী থেকে মহানবমী পর্যন্ত ওই পুজোতে ভক্ত ও দর্শনার্থীদের ভোগ বিতরণ করা হবে। বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা বার করা হবে। শুক্রবার কমিটির সম্পাদক নকুল তিরকি জানান, সময়ের সঙ্গে সঙ্গে পুজোর ধরনেও অনেক বদল এসেছে। ষষ্ঠীতে সিসিএল-এর সিএমডি প্যান্ডেলের উদ্বোধন করবেন।

You might also like!