দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর শেষ লগ্নে মন খারাপের সুর। আজ পুজোর শেষ দিন। আজ বিজয়া জানাবার পালা। বিজয়ার এই শুভ দিনে আপামর বাঙালি মেতে উঠবে প্রণাম, ভালোবাসার আদানপ্রদানে। আবার কেউ কেউ সমাজ মাধ্যমে নিজের বন্ধু ও কাছের মানুষজনকে শুভেচ্ছার আদানপ্রদান করবেন। তবে আজ জেনে নেওয়া যাক কিভাবে একটু অন্যরকম ভাবে বিজয়ার শুভেচ্ছা পাঠানো যেতে পারে। রইল তালিকা।
মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনে সুখ এবং সাফল্য বয়ে আনুক। শুভ বিজয়া।
বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা। আনন্দে ও সুখে কাটুক আগামীর দিনগুলো। বিজয় দশমীর অনেক শুভেচ্ছা।
দেবী দুর্গা আপনাকে শক্তি, সাহস এবং জ্ঞান দিয়ে আশীর্বাদ করুক। শুভ বিজয়া দশমী।
আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। মা দুর্গা আপনাকে সকল প্রতিবন্ধকতা পার করার সাহস দিক। শুভ বিজয়া দশমী।
আসুন, এই বিশেষ দিনে আমাদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি ও নেতিবাচকতা দূর করার চেষ্টা করি। শুভ বিজয়া দশমী।
বিজয়া দশমীর শুভ উপলক্ষে আপনার পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা।
মা দুর্গা এবং শ্রী রাম আপনাকে সুস্বাস্থ্য, সম্পদ, শান্তি, সুখ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুক। শুভ বিজয়া দশমী।