উত্তর ২৪ পরগনা, ১ নভেম্বর : বারাসতের কালীপুজোর জনপ্রিয়তা দেশজোড়া। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো শেষে এবার শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। শ্যামা মায়ের আরাধনায় সেজে ওঠে বারাসত সহ উত্তর ২৪ পরগনা। কিন্তু, কালীপুজোর আগে জনতা অর্থাৎ দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ।
নির্দেশিকা জারি করে বারাসত পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, এবছর কালীপুজোয় জাতীয় ও রাজ্য সড়কের উপরে কোনও ধরনের পুজোর তোরণ করা যাবে না। এই নির্দেশের পরই একাধিক পুজো কমিটির দাবি, এতে কমে যাবে পুজোর জৌলুস।
নাওয়া খাওয়া ভুলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন বারাসতের মণ্ডপশিল্পীরা। এর মধ্যেই তোরণ নির্মাণে নিষেধাজ্ঞা জারি হতেই অসন্তুষ্ট পুজো কমিটিদের একাংশ। কিন্তু পুলিশ সূত্রে খবর, দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত।
বুধবার জেলা পুলিশের এক আধিকারিক বলেন, কালীপুজো উপলক্ষে লাখ লাখ মানুষ আসেন বারাসতে ঠাকুর দেখতে। কলকাতা থেকে শহরতলির বাসিন্দারা ভিড় করেন কালীপুজোর মণ্ডপে মণ্ডপে। কালী পুজোর আর বাকি হাতে গোনা ক’দিন। ভিড় সামাল দিয়ে সুষ্ঠ পথে ঠাকুর দেখার সুযোগ করে দিতে সেই নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে অতি সম্প্রতি বৈঠকে বসেন বারাসত জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। সেই বৈঠকেই এই বিপুল ভিড় সামাল দিতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় ও জারি করা হয় বিধি নিষেধও।